সবুজ ঘাসে,মাটির ঘ্রাণের ঐশ্বয্যে সাজানো বইয়ের পাতা,
কথার ঝলমল শব্দ আরো আছে অজানা লুকানো কথা
ফুলের ঘ্রাণের মতো যুগ যুগ সুবাস বিলিয়েছে চিরকাল,
জ্ঞানীরা জাগিয়েছে,এনেছে হৃদয়ে সুরভী সকাল।
হে দীর্ঘস্থায়ী বন্ধু,পৃথিবীর প্রাচীনতম জ্ঞানের বর্ণিল দেহ,
তোমার মর্যাদা বুঝেনি, অবুঝেরা কেহ।
মর্যাদা সেই দিতে পারে,হামাগুড়ি দিয়ে পৌছিয়েছে রৌদ্রোজ্জ্বল দুপুর,
তবু বলবো হেরার রশ্মি আলোকিত করেছে দূর বহুদূর।
অন্ধকারাচ্ছন্ন সময়ে জিবরীল শোনালেন পড় প্রভুর নাম,
যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন, বিরামহীন অবিরাম।
পূর্বকালের সঙ্গে একালের বন্ধুত্ব গড়েছো, অনন্ত কাল তুমি,
জারিন অক্ষরে লিখা আছে, লুকানো মুক্তা বারবার তাই চুমি।
পুরনো ইতিহাস হারিয়ে যেত, যদি কালো হরফে না আসতে,
সভ্য সমাজ অসভ্যই থেকে যেত,জ্ঞানীরা বই না ভালোবাসতে।
সমৃদ্ধ সমাজ গড়তে হলে বই হোক চিরসঙ্গী,
হতাশা নয় দুঃখ নয়, আবার জাগবে গেন্দু মোল্লার ডাংগি।