একচল্লিশ টি সৌর বছর স্পর্শ করে
আমি আজ নতুন আরও একটি সূর্য কে ধারন করলাম ।
ফিরে দেখা দিনগুলি
অর্জন আর বিসর্জনের মধ্য দিয়ে
সফলতা আর ব্যর্থতার অংক কষে
কিছুই মেলাতে পারিনি অবশেষে ।
স্বকীয়তা আর গণতন্ত্রের প্রশ্নে আপোসহীন অবস্থান
আমাকে বিচ্ছিন্ন করেছে জন্মস্পর্শ মাটি।
মাতৃকার সুবাতাস আর পিতা-মাতার স্নেহ থেকে বঞ্চিত আজ দুই সহস্র দিন।
আমারই অর্বতমানে আমার দেশ আজ পরিনত হয়েছে মৃত্যুপুরিতে। গণতন্ত্রের কবর রচিত হয়ছে সেই কবে। ফ্যাসীবাদী অপশক্তির দখলে রাষ্ট্র ক্ষমতা।
রাস্ট্রীয় সন্ত্রাসের শিকার নিরাপরাধ নাগরিক ।
কথা বললেই গুম কিংবা খুন।
ছাপান্ন হাজার র্বগমাইল রীতিমত এক ভয়াল কারাগারে পরিনত হয়েছে।
নৈরাজ্যবাদীদের অট্রহাসিতে মধ্য রাতের নিস্তব্ধতা যেনো আরও ভয়াবহ রুপ নিয়ছে।
নীলাভ আকাশে শকুনের আনাগোনা
আমাদের অস্তিত্ব বিলীনের ইঙ্গিত ।
হে প্রভু
অনেকেই অনেক কিছু চায়;
অর্থ,ক্ষমতা, প্রতিপত্তি কিংবা সুন্দরী রমনীর চুম্বন।
এইসব লৌকিকতা আমাকে মোটেই স্পর্শ করেনা।
মধ্য রাতে র্নিঘুম নিরাপত্তাহীন জীবনে
আমার একটাই প্রার্থনা ;
আমারই জন্মভুমি
প্রিয় বাংলাদেশকে রক্ষা কর
হায়নার নোংরা থাবা থেকে।
১ সেপ্টেম্বর ২০১৬
প্যারিস , ফ্রান্স ।