এই সে ঢাকা রক্ত ঝড়ায়
বাংলা ভাষা আনতে;
আবার ঢাকা গর্জে ওঠে
স্বাধীনতার প্রান্তে।
আটই ফাগুন আগুন মাখা
ঢাকার পথে গুলি;
সাতাশ মার্চ একাত্তরে
জাতি ওঠে ফুলি।
পচাত্তুরে আঘাত আসে
স্বাধীনতার বুকে;
কুচক্রীদের ভাবনা ছিল
থাকবে জাতি দুঃখে ।
একাশিতে আবার আঘাত
থমকে দাঁড়ায় দেশ;
স্বৈর শাসন দেশটাকে ফের
করে ফেলে শেষ।
নয় বছরের দুঃশাসনের
এই ঢাকাতেই পতন হয়;
বিশ্ববাসী আবার দেখে
গণতন্ত্রের মহা জয়।
১২ মার্চ ২০০৮
মালিবাগ , ঢাকা ।