ঐ খুটিহীন নীলাকাশ ভূবন মাঝে,
তুমি সাজিয়েছ নিপুণ সাজে।
এই অপরুপ পৃথিবীর চিত্রখানি,
তব কুদরতি ইশারায় আভিয়েছ জানি।


তুমি স্রষ্টা সবার,তুমি অসীম অপার
তোমার ডাকে তাই দিচ্ছি সাড়া।
তুমি রহিম রহম,তুমি অশেষ পরম
তোমার জন্য তাই পাগলপারা।



ঐ ঝর্ণা,পাহাড়, সাগর,নদী
যেন সবই সৃষ্টি তব কুদরতি।
এই দিনের আলো আর রাতের আধার
করেছে প্রকাশ যেন মহিমা তোমার।



তুমি করেছ সবি দান,শুধু তুমিই মহান
তোমার প্রেমে মাতি সকাল সাঁঝে।
তুমি সবার পালনকারী, এই পৃথিবীর সৃষ্টিকারী
সকল ক্ষমা তো শুধু তোমার মাঝে।



ঐ আকাশে বাতাসে কুহু কুহু
যেন ডাকছে তোমায় সদা প্রভূ! প্রভূ!
বয়ে চলা নিশ্চুপ হিমেল হাওয়া
প্রভূ! তোমার থেকেই সকল পাওয়া।


তুমি গুণের আধার,তুমি ভরসা সবার
মুগ্ধ করেছ এই তামাম জাহান।
তুমি সবার শ্রেষ্ঠ, করোনাকো পথভ্রষ্ট
তোমার মহিমা জপে বিশ্ব জাহান।