সময়ের বেগ যদি ধরে রাখা যেত
তবে তুমি আমার পাশে থাকতে,
খড়কুটোর মতো ভেসে যেতে না
পরিবর্তণশীল সময়ের স্রোতে ।
সময়ের বেগ অনায়াসে করেছে
আমাদের পথকে আলাদা,
সময় শিখিয়ে দিয়েছে পথের রঙ
দুটো 'কালো আর সাদা' ।
আশা বুকে চেয়ে থাকি
চলমান সময়ের দিকে,
নিষ্ঠুর সময় তুমি কি পারবে
মিলিয়ে দিতে আমাকে ও তাকে ?
সময়ের নানান অলি গলিতে
হেটে হয়েছি দিক হারা,
কিছুকে কিছুতেই মিলাতে পারিনা
সময়ের পরিবর্তণ ছাড়া ।
স্বপ্নগুলোকে বেধে রাখতে হয়
ছন্নহীন সময়ের ডোরে,
হয়তো পুরণ হতেও পারে
পাল্টে যাওয়া কোনো এক সাদা ভোরে ।