ধুকে ধুকে মরছে পথে ঘাটে
অনাহারী বুড়ো শিশু,
বড়লোক বাবুরা ভুলেই গেছে
দিতে হবে তাদের কিছু ।


রোগা পাতলা শরীর নিয়ে
দাড়াতে অক্ষম তারা,
ক্ষুদার জালায় কেঁদে মরছে
তবুও পায়না সাড়া ।


অনাহারে ভোগা মানুষের ব্যাথা
কে আর বোঝে ভাই,
স্বার্থ ছাড়া কেউ করেনা কিছু
সবার স্বার্থ চাই ।


বাতাসে ভাসে লক্ষ কোটি
অনাহারীর আত্মচিৎকার,
চোখের কোণে জল তাদের
বুক ভর্তি হাহাকার ।



এভাবেই তাদের দিন কাটে
একগুচ্ছ নিরাশায়,
পৃথিবীর বুকে কেউ নাই আর
তাদের মতো অসহায় ।