নদী তুমি বড় অদ্ভুতভাবে
কাছে ডেকে নাও মোরে,
কখনো কলকল ধ্বনিতে অথবা
স্বপ্নে জাগা সে ভোরে।
বলেছিলে মোরে" ফিরে চল
ফেলে আসা সেই দিনে,
এসেছিলে যেদিন পাশাপাশি হেটে
এক রাজকুমারের সনে।
মনে পড়ে কি, আমার তীরে
ফুটেছিল হলুদ ফুল,
গল্পে হাসিতে মেতেছিলি তোরা
বাতাস বইছিল ব্যাকুল।
জানিনা কবে ফিরবি তোরা
আমার শুন্য তীরে,
আজও তোদের খুজে ফিরি
অনেক লোকের ভীড়ে।"
"জানি তুমি সব রেখেছ মনে
বন্ধু বলে কথা,
তাইতো তোমার হৃদয় জুড়ে
আমাদের গল্প গাথা।
মনে রেখ তুমি হব না ভিন্ন
আসুক যতই ঝড়,
আমি আর সে অমর সঙ্গী
আমাদের প্রেম অমর। "