মেয়ে বলেই কি  বঞ্চিত মোরা?
সঠিক ইচ্ছে প্রকাশে,
মেয়ে বলেই কি অন্ধকার?
থেকে যায় মোদের আকাশে।


মেয়ে বলেই কি বন্দি মোরা?
এই মুক্ত পৃথিবীতে!
নানান ফন্দির শিকার দেখো,
হই দিনে রাতে!


মেয়ে বলেই কি কাটা যুক্ত?
মোদের জীবন পথ।
কখোনো কি দেখা মিলবেনা?
সুখ নামের রথ।


মেয়ে বলে মোদের একটুখানি
সম্মান যদি দিতো!
তবে নাহি হতো ধর্ষিতা কেউ
নাহি হতো লাঞ্চিত।


মোদের স্থান নয়তো সমান,
ছেলেদের মতো,
মেয়ে বলেই কি সর্বদা,
করি মাথা নতো?


মেয়ে বলে মোদের অসহায়ত্ব,
কভু কি ঘুচবেনা?
মোদের চাওয়া পাওয়াগুলো,
কেউ কি বুঝবেনা?


মেয়ে ছেলেতে এতো ভেদাভেদ,
বুঝিনা কি তার কারণ!
মানুষ হিসেবে সবাই সমান,
এটা মানতে কার বারণ?


ছেলেদের নিয়ে গর্ব করে,
মোদের বেলায় নাই।
মেয়ে বলে মোরা এতোই তুচ্ছ,
কানা-কড়ি দাম নাই


সমাজ সভ্যতায় মেয়েদের কি
নাই কোনো অবদান?
মোদের সম্মান দিতে কেন
নাই কারো আহ্ববান?


চিন্তা করে দেখো সবাই,
সবার জন্ম মৃত্যু একি ভাবে,
মোদের সবাই মানুষ ভেবো,
ভুল করিওনা মেয়ে ভেবে।


মেয়ে বলে মোদের স্বীকৃতি দিও,
দিও একটু স্নেহ।
মেয়ে বলে মোদের কখোনো,
করিওনা আর হেন।