ওগো মাতৃভূমি!
তোমার রূপবৈচিত্র্যে মোহিত দু নয়ন,
তোমারে স্বযতনে মনে করি লালন।
বাতাসে তৃপ্ত করা অসংখ্য ফুলের ঘ্রান,
আঁকা বাঁকা মেঠো পথ কেড়েছে মন।
রূপসী মাতৃভূমি!
ছুলে তোমার একমুঠো ধূলিকণা,
প্রেম জাগে, প্রাণে হই আনমনা,
চারিদিকে রয়েছে শত সুখের আনাগোনা,
তুমি চাঁদের ন্যায় প্রিয়, চিরচেনা।
ওগো মাতৃভূমি!
সূর্যদয় ক্ষনে তুমি এতো সুন্দর কেন?
লাল আভায় নিজেকে রাঙ্গিয়েছ যেন!
তোমার শ্রেষ্ঠত্য কখনো হবেনা হীন,
তোমার স্পর্শে হৃদয় ধন্য হয় যেন।
প্রিয় মাতৃভূমি!
কোকিলের মধু মাখানো সুরের ন্যায় তুমি,
স্নিগ্ধ নদীর সুখ মিশ্রিত ঢেউয়ের ন্যায় তুমি,
পাহাড়ের ঝর্ণাধারার রূপের ন্যায় তুমি,
সমগ্র পৃথিবীতে সবচেয়ে সুন্দর স্থান তুমি।