আধার সেতো নিত্য সঙ্গী
পথ চলার গতি
আলোর খোজ করতে গিয়েই
এমন পরিণতি ।
সুখে কাটানো দিনগুলোতে
হঠাৎ করেই ঝড়
আপন মানুষ নয় আর আপন
হয়েছে সবাই পর ।
কেউবা সাজানো মিথ্যা বলে
কেউবা ছড়ায় গুজব
ভালো কিছুর প্রতিদান স্বরূপ
নেয় সরলতার সুযোগ ।
গাছে চড়িয়ে নিচ থেকে
মইটা দেয় টান
আসলে সব মিথ্যে অভিনয়
ভালো সাজার ভান ।
সমাজ মাঝে সত্যের উপর
টিকে থাকা দায়
সমাজ মাঝে সম্মান মিলে
শুধুই নিরবতায় ।
খারাপ কাজের প্রতিদানে
থাকতে হবে চুপ
নাহলে সমাজ দেখিয়ে দিবে
মুখোশধারী রূপ ।