টম এন্ড জেরীর গল্প তোমার পড়ে কভু মনে?
টমের ভয়ে জেরী গিয়ে লুকায় ঘরের কোণে।
টম হলো বিড়াল বাচ্চা জেরী ইঁদুর ছানা
চার পায়ে হাটে দ্রুত নেই তাদের ডানা।
দুই জনে চিরশত্রু থাকে একই বাড়ি
দিবা-রাত্র করে তারা শুধু মারামারি।
একজনের হাতে বাটি, অন্যের হাতে ব্যাট
শক্তিতে না পারিলেও বুদ্ধিই জিতে ‘র্যাট’।
সুযোগ বুজে টমের মাথায় জেরী দেয় মুতে
প্রতিশোধে টম জেরীর লেজে তারকাটা দেয় পুতে।
তারকাটা ছাড়াতে জেরীর লেজ খানি যায় ছিঁড়ে
আড়াল হতে ব্যঙ্গ করে টম,“হলো তোর কিরে”?
টম যদি গ্লাস ছুঁড়ে জেরী ছুঁড়ে মগ
এর মাথায় ও ভাঙ্গে বাড়ীওয়ালার জগ।
এমনি করে মারামারি চলে দিবা-রাত্র
এত মার খেয়েও তাদের ঠিক থাকে গাত্র।
এক জনের শীতের কাঁথায় অন্যে ঢালে পানি
চুরি করে নিয়ে নেয় টম জেরীর বালিশ খানি।
এক জনের ঘুম ভাঙ্গাতে অন্যে বাজায় কাসা
বাড়ীতো নয় কুরুক্ষেত্র যেন তাদের বাসা।
এক জনের গান থামাতে অন্যে পিটায় থালা
কেমন করে মিটবে বল গৃহস্বামীর জ্বালা?
দু’জনের অবস্থা যেন শীল-পাটার মত
বাড়ীওয়ালার দশা ঠিক ঝাল-পিঁয়াজের মত।
এই কাঁদা ছুঁড়াছুঁড়ি বন্ধ হবে কবে?
যমের ঘরে দু’জনের ডাক পড়িবে যবে।
আমাদেরও আছে এমন টম আর জেরী
এদের যুদ্ধ আরও ভয়ংকর দেখতে পেতে যদি।
ঝগড়া-ঝাটি করলেও তাদের আছে কিছু মায়া
আমাদের ‘টম-জেরী’র নেই বিন্দুমাত্র ভায়া।
এক জনে কুড়াল মারে অন্য জনের পায়ে
গরম পানি ছুঁড়ে দেয় এ ওর গায়ে।
এক জনের ভাতের থালে অন্যে ছিঁটায় ছাই
সারা দিন উপোষ থাকলেও কোন মায়া নাই।
ক্যাট-র্যাটের যুদ্ধের মাঝে বকাবকি কম
বকাবকি করে এরা না ছাড়িয়া ধম।
বকার মাঝে খেই হারিয়ে যা তা বলে মুখে
অন্যের চেয়ে কম কহিলে সুখ আসেনা বুকে।
দুই সতীনেরও হয় মিল ভেদে স্থান কাল
এদের মিল তো দেখিনি গেল পঁচিশ সাল।
পঁচিশটি বছর দেখে দেখে মনে হলো জ্বালা
বাঁচতে হলে দেশ ছেড়ে ভাই অন্য দেশে পালা।।