গোলাপ সাহেব, কাজী সাহেব কিংবা শিল্পী মমতাজ
এমনি আরও অনেক নেতাই বিমুর্ষ কেন আজ?
এই একটি প্রশ্নের উত্তর যদি খুঁজে সকল নেতা
হাসতে হাসতে ভোট যুদ্ধে হতো তাদের জেতা।
উন্নয়নের পাশাপাশি একটু ভালোবাসা
না থাকিলে হৃদয় মাঝে পাশের নেই কো
আশা।
মৌসুমী নেতা হয়ে আর না জেতা যাবে
ভোট দেবে জনগণ সর্বত্র পাশে যাকে পাবে।
গরীব দুঃখীর বাড়ি গিয়ে কাধে রেখে হাত
কোন নেতা ভাবে যদি গেল তাহার জাত;
বাড়ায় যদি হাত খানি তার পকেট টিস্যুর দিকে
কসম! সেই নেতার ভবিষ্যৎ একেবারে ফিকে।
ভালোবাসতে হবে মানুষ হৃদয় উজাড় করে
তবেই সবাই ভোটে তোমার বাক্স দেবে ভরে।
ভোটে জিতে শপথ করে গেড়ে বসলে ঢাকা
পরের ভোটে জেনো তোমার বাক্স খানি ফাঁকা।
টাকায় নয় ভালোবাসায় কিনতে হবে ভোট
নইলে উৎরে যাওয়া তোমার জন্য হবে ভীষণ চোট।।