মেঘ কেটে যায় র্সূয হাসে ধরনী আলো করে                                      
       দিবস শেষে রাত্রি আসে ফের দিবস আনে ভোরে।                          
       এমনি করে দিন কেটে যায় থেমে নাহি থাকে                                            
        হাজার স্মৃতি জমা রহে জীবন আকেঁ বাকেঁ।                                  
        কারো স্মৃতি আলো ঝলমল কারো বিষাদ মাখা                                        
        কারো জীবন কুসুম কোমল কারো আঁকা বাকাঁ।                                    
        কারো আছে সুখের নোহর কারো বেদনার বান                                        
        সময়ের তায়ে নেই ভ্রক্ষেপ নেইকো পিছুটান।                                          
        দুঃখ কস্টের এই দুনিয়ায় কেউ কাঁদে কেউ হাঁসে                                      
        সময় কেবল ধেয়েই চলে তার কি বা যায় আসে।                                      
        শত কস্টের মাঝেও যে জন সমেয়র দেয় দাম                                            
        সময় কেবল তারেই খোঁজে চলে অবিরাম ।                                              
        সেকেন্ড-মিনিট-ঘন্টা হিসেব করে চলেন যিনি,                                            
        ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রহেন তিনি।      
        কালের মূল  না দিয়ে যে কাটায় বসে কাল   
       অমানিশায় কেটে যায় তার দিবস-মাস-সাল।
       তাইতো বলি আজ হতে ভাই উঠে বসো ঁেবকে
       জীবনটাকে চালাও তোমার ঘড়ির কাঁটা দেখে
       সময় কে ফাঁকি দিলে সেও দেবে তোমায়
       হয়তো একদিন ফাঁকির মাঝেই চলে যাবে কোমায়।
       সেদিন হয়তো বিলাপ ছাড়া থাকবে নাতো কিছু
       অমানিশার নিগুর আধাঁর তোমার আগু-পিছু।  
       নশ্বর এ পৃথিবী তোমার সময় বড় কম
       খড়গ হাতে শিউরে দাঁড়িয়ে হয়তো তোমার যম।
      তুমি আজকে বিলাও সময় হাসি আর তামশায়                                                                                                                                                                                
       সে কিন্তু দেবেনা সেকেন্ড কোন আর্জি কামনায়।
       তবে কেন হেলায় ভেসে কর সময়ের হেলা?                                                                        
        পশ্চাতে ঐ চেয়ে দেখ নাঙ্গা তোমায় বেলা।
       এক কাটালে মায়ের কোলে এক কাটালে খেলায়
   বাকি টুকুর আধ কাটালে শ^শুর বাড়ির মেলায়।
       যে জন দিবসের মালিক তাঁকে দিলে কি?
       রাত্রি বেলায় দিতে গিয়ে তাঁকে পাবে কি ?
       সময় মত আগাছা সব না করিলে শেষ  
       অর্ধাহারে আনাহারে হতে হয় নিঃশেষ।
       সময়ের মূল্য দিয়ে চলতে হবে ভাই
       ইতিহাসের পাতা থেকে এ শিক্ষাই পাই।                                                                 
       স্বরনীয় বরনীয় জগৎ মাঝে যারা
       সময়ের মূল্য দিয়েই উঁচু আসনে তারা?
       একুশে সুকান্ত বাবু করে গেলেন যাহা
       তিন একুশ তেষট্রিতে না পারিলে তাহা।
       রবি’র কলমের কালি মাথায় নিলে পরে
      তোমার মত তিন জোয়ান ভারে যাবে মরে।   
      সময়ের মূল্য দিয়েই থেকে ধূলির মাঝ
      নজরুল-–লালনের শীরে শোভা জ্যোতির তাজ।
      দিনে যদি একটি গানের একটি লাইন গড়ো
      ভেবেছ কি বছর শেেষ হবে কত বড় ?
      ‘গীতিকার’ শব্দ খানি থাকবে নামের পরে
     সুখ- –সম্পদ. ভালবাসা আসবে তোমার ঘরে।
     একটি করে বৃক্ষ যদি রোপো প্রতিদিন
      দু‘বছর পরে তোমার থাকবে কোন ঋন?
     ফুল, ফল আর বৃক্ষ ডালে থাকবে ওঠোন ভরা
     পশ্চাতে আর না তাঁকাবে কেটে যাবে খরা।
      ঘন্টা মেপে রাখ যদি একটি টাকা তুলে  
      বছর শেষে ভারী থলে আসবে তোমার কোলে।
     টিভি দেখে কত সময় করলে তুমি পার
     চোখ ভুলানো মরীচিকা যেন সবই অসার।
      বছর পর বছর দেখ কত মেঘা সিরিয়াল
     ফুরিয়ে গেছে দেখনি তোমার ঠিল্লার চাল?
     এখন তোমার হাত পা খানি সচল আছে তাই
      বুঝিতে পারনা তুমি সময়ের মূল্য টাই।
      যখন তোমার সবকাটি কল অচল হয়ে যাবে
     সময় যে কি অমূল্য ধন তখন টের পাবে।
     আজকের কাজ আগামী কাল ফেলে রাখে যারা
     এ জগৎ সংসারে ভাই অতি মূর্খ্য তারা।
    টাকা-পয়সা, গাড়ী-বাড়ি সবই পাওয়া যায়
     সময় ফুরিয়ে গেলে তা আসেনাতো হায়।।
    
    মাহাবুর/শিবচর      ১৭/০১/১২ইং