পেঁয়াজ! পেঁয়াজ!! পেঁয়াজ!!
বড় ঝাচ তোমার,
তোমার ঝাচে বাঙালির চোখের জল আর কেবল ঝরছেইনা
গড়িয়ে পরছে ঝর্ণার মত।
এভাবে ঝরতে থাকলে পদ্মা-তিস্তার পানির জন্য আর উজানের দ্বারস্ত হতে হবেনা
ষোল কোটির অশ্রু জলেই ভরে যাবে পদ্মা, তিস্তা, মেঘনা আর যমুনা ।
ছোট বেলা দেখতাম আমার বাবা মা তোমায় ঘরের মাচায়
ছড়িয়ে রেখে পাখার বাতাস দিতেন,
তোমার গা শীতলকরনের জন্যে।
বড় জামাই আদরে থাকতে তুমি,
ধন্য তুমি ধন্য তোমার জন্মানো ভূমি।
কিন্তু, কিছুদিন ধরে মনে হচ্ছে,
তুমি কেবল জামাই ই নও বরপুত্র এ বাংলার।
তোমার ঝাচ ষোল কোটির ঘাম ঝরিয়ে
আর খরায় পুড়িয়ে একেবারে করলো ছারখার।
এবার বাপু দয়া করে ঝাচটা একটু কমাও তোমার
ঝাচে অবস্থাযে বেশ করুণ কাহিল আমার।।
(আজকের বাজার দর প্রতি কেজি ২৪০ টাকা)