ওহে যুবক ! রাখো কি তুমি সে খবর,
সকাল দুপুর রাত্র বিকেল ডাকছে তোমায় কবর?
জ্ঞান হলো তোমার যেদিন থেকে
কুপথে নিয়ে গেল শয়তান ডেকে ডেকে।
আজও সে পথে হাঁটছো তুমি দিবস রাতি
একবার ভাবো নাতো সামনে বিপদ যবর।।
ভুলের মাঝে পড়ে আছো এখনো তুমি
একবার ভাবো কি কাল থাকবে তোমার
পায়ের নিচে জমি?
আসার সময় হলে তাহার করবে নাতো একটি সেকেন্ড সবর।।