দুর্নীত তুই বাংলা ছাড়!
ওরা খড়গ হাতে আসছে ছুটে ভাঙতে তোর অসুর ঘাড়
জলদি করে বাংলা ছাড়!
পঞ্চাশ বছর গদি পেতে বসে আছিস আরামে
ন্যায়-নীতিরা অশ্রু চোখে কাটালো কাল ব্যারামে
তুই আছিস আরামে।
ভেবে আছিস পুরো দেশটা কেনা তোর বাপ-দাদার?
জলদি করে বাংলা ছাড়!
আমি ছিলাম অলস অসাড়, সহ্য ছিল সীমাহীন
তুই আছিস অট্টালিকায়, আমি কুড়ে ঘরে দীনহীন
আমর সহ্য ছিল সীমাহীন।
মশা মারার শক্তি নিয়ে পারিনি তাই জাগাতে
আসছে এবার নতুন প্রাণ শুয়োর তোদের ভাগাতে,
অনাচার আর কুশাসন করে দিতে ছাড়খার।
বাঁচতে হলে বাংলাছাড়।
হযরত আলীর ওরস হতে আসছে ঐ হোসেনের দল
শেখ মুজিবের বজ্রকন্ঠে দেহে পেয়ে অসীম বল,
আসছে দ্যাখ ঐ ঈমামের দল।
ঐ চেয়ে দ্যাখ ঈশাণ কোণে কালবৈশাখীর বজ্রকার!
জলদি করে বাংলা ছাড়!
তোর কারণেই আজো আমায় স্বাধীনতাটা খুঁজতে হয়
তোর কারণেই দিবালোকে পথ হাঁটতে বড় ভয়।
তোর কারণেই গনতন্ত্র রোগ্না বাঁশের ভাঙা চাড়,
শুয়োর এবার বাংলা ছাড়!
তোর কারণেই বুড়িগঙ্গা, তুরাগ নদীর করুণ হাল
তোর কারণেই পদ্মা-মেঘনা-তিস্তা এখন মরা খাল।
তোর কারণেই উজাড় প্রায় শাল-গজারির হাজার বন
তোর কারণেই ঘুষ বিনে কর্মচারির পাই না মন।
তোর কারণেই নবজাতকের খাদ্যে আজ বিষের ঘ্রাণ
তোর কারণেই দিনে-দুপুুুুরে ঝড়ছে হাজার কঁচি প্রাণ।
তোর কারণেই লাগামহীন কালোবাজারি, মজুদদার
তোর কারণেই ধ্বংস হল কোটি প্রাণের শেয়ার বাজার।
তোর কারণেই ঋণখেলাপির চলছে এক মহোৎসব
ব্যাংক ব্যবস্থা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেকেছে সব।
তোর কারণেই ক্ষমতা আজ ধনীদের পকেট রুমাল
পোস্টার আর ফেস্টুন মার্কা নেতায় পুরো দেশটা পয়মাল।
তোর কারণেই চাদাবাজদের দাপটে দিশেহারা
ষোল কোটি অসহায় দেশপ্রেমী মানুষ যারা।
তোর কারণেই রাজাকার মুক্তিযোদ্ধা সেজে আজ
সরকারি গাড়ী চড়ে, পরে কত দামি সাজ।
তোর কারণেই যুদ্ধাহত পঙ্গু হাজার মুক্তিসেনা
পেটের দায়ে মাঙ্গছে ভিখ্ , 'বাবা দুটো পয়সা দেনা'।
আর না, আর না, চলবে না এভাবে আর,
বাঁচতে হলে বাংলা ছাড়!
মনে রাখিস শিকড় তোদের হোকনা যতই শক্ত
তপ্ত হয়ে উঠে যদি তরুণ বাংলার রক্ত,
ঝাটায় ঝেড়ে করবে বিদায়
কুলষিত যত হৃদয়
সময় হলে পক্ত
শিকড় হোকনা যতই শক্ত।
ওদের শক্তি দেখবি তখন রুখার সাহস নেইকো কার,
প্রাণ থাকতে বাংলা ছাড়!
এক সাগর রক্ত দিয়ে কিনেছি এই দেশটা
তোর কারণেই রোগ্না-করুণ আজো তার বেশটা।
মরা গরুর মত তাকে চেটে চুষে করলি শেষ
ভেবেছিস তুই এভাবেই সারাটা কাল চলবে বেশ?
চেটে চুষে করলি শেষ।
মনে রাখিস চাটা চুষার দিন তোদের শেষ এবার
মরতে না চাস বাংলা ছাড়!
আর পাবি না সময় আর
শুয়োরের বাচ্চা বাংলা ছাড়! শুয়োরের বাচ্চা বাংলা ছাড়!!