আমি ছন্দের কবি
আঁকি দ্বন্ধের ছবি
আঁকি দিবাকাশে চাঁদ
রাতে থাকে রবি।
পিঠ খানি সামনে আঁকি
বুক তার পিছে
জামার বুতাম থাকে
দু'পায়ের নিচে।
হাঁস আঁকি তালগাছে
চিল থাকে ঘরে
মাছ থাকে বন বাদাড়ে
গাছ থাকে চরে।
হাতেতে চশমা আঁকি
ঘড়ি থাকে মুখে
গোঁফ দাঁড়ি মাথার উপর
চুল থাকে বুকে।
পাজামা আঁকি গায়ে
জামা থাকে পায়
দু' পাও উপরে হাটে
ভর করে গায়।
আমার ছবিতে থাকে
চোখ দুটো পিছে
সত্য বলে পশু সব
মানুষ বলে মিছে।
রাজা আঁকি প্রজা রুপে
প্রজারা হয় রাজা
খুনী চলে মহানানন্দে
মজলুম পায় সাজা।
মাটিতে আসমান আঁকি
উপরেতে জমি
ওলোট পালোট দেখে
কেউ করে ভুমি।
সাগর মাঝে গৃহ আঁকি
পাহাড় চূড়ায় বিল
ওলোট পালোট আঁকতে গিয়ে
খেতে হয় কিল।
কখনো খাই কিল ঘুষি
কখনো যাই জেলে
আঁকা কভু ছাড়ি নাকো
ভয় পেয়েছি বলে।।