হাজার বছরের জ্বলন্ত অনল-
দপ করে গেল নিভে,
আরব নূরানী জ্বলিয়া উঠিল
ঘোর তমিস্র ভবে।
রাজার মুকুট ছিটকে পড়িল
হলো মূর্তিরা ধুলো ছাই,
কোন্ সে মানব এলোরে ধরায়
আজ দুঃখ ক্লান্তি নাই।
অনাচার পাপাচার থরথরে কাঁপে
পড়িল জালিম ললাটে বাজ,
পাঠালেন বিধাতা মুক্তিদাতা-
বিশ্ব নূরের তাজ।
মক্কায় বসিয়া দেখিলেন আমিনা
দূর মাদায়েন হীরা,
নিশাকর দিবাকর হাসিয়া বলিল
এ'তো সিরাজাম মুনিরা!