(মেয়ে)
হ্যালো! কোথা আছো তুমি?
কখন আসার কথা?
আর কতকাল এমনি করে
দেবে আমায় ব্যথা?
(ছেলে)
ঘুমিয়ে ছিলাম,দেরি হয়ে গেল
ভুল বুঝনা প্রিয়া,
আসছি আমি তোমার কাছে
মটর সাইকেল দিয়া!
(মেয়ে)
তোমার অপেক্ষায় থেকে আমি
পথ পানে চেয়ে রই,
আসবে বলে ছলনা কর
কেমনে বলো সই!
(ছেলে)
দুঃখিত প্রিয়া! আসছি আমি
আর দেব না ব্যাথা,
দশটি মিনিট লাগবে সময়
একটু দাড়াও হেথা!
(মেয়ে)
আসতে লাগে আধঘন্টা
দশ মিনিটে কেমনে দিবা পারি?
তোমার সাথে আর কথা নেই
দেবো আজই আড়ি!
(ছেলে)
রাগ করো না ওগো প্রিয়া!
মান করো না পরী,
এইতো আমি পথেই আছি
আসছি তাড়াতাড়ি।
.
সময়টা আজ যেতে যেতে
একটি ঘন্টা পার,
তবু নাহি দেখা মিলে
দুজন দুজনার।
অভিমানের কান্নাতে প্রিয়া
বাড়ি ফিরে তার,
বুকে তাহার জমে আছে
ব্যথারই পাহাড়।
মুষলধারে বৃষ্টি নামে
প্রবল হাওয়ার বেগে,
খোলা জানালায় তাকিয়ে প্রিয়া
আছে বিষম রেগে।
ক্রিং ক্রিং মুঠোফোন বাজে!
প্রিয়া ধরে না অভিমানে,
চিরতরে প্রিয়,চলে গেছে তার
সে নাহি তা জানে।
কিছু সময় পর,মুঠোফোনে প্রিয়া
একখানা বার্তা লক্ষ করে,
তাহা পড়িয়া প্রিয়ার নয়নে
ব্যথার কান্না ঝরে।
=====¤=====