নিশীথ নিশাকর প্রভাত প্রভাকর
আঁধার করিবে দূর,
তবে কেন মানব সন্ধানী হয়ে
সন্ধান করিছে নূর?
আজ জাতির গগনে অমাবস্যা
জুলুমে জুলমাত ধরা,
মজলুম হৃদয়ে বেদনার স্পন্দন
আঁখিতে অশ্রু ভরা।
অনাচার পাপাচার করিছে আঁধার
এ জগৎ সংসার,
কত মানব হৃদয়ের স্বপ্ন ভেঙে
করে দেয় সংহার।
চারদিকে চলিছে দাঙ্গা ফ্যাসাদ
হানাহানি লুটতরাজ,
কে দেখায়ে নূর, জুলমাত দূর-
করিবে ধরাতে আজ?
জালিম কপাটে লাথি মারিয়া
কে ভাঙিবে লৌহ তালা?
মহারথী সেই প্রাণের সন্ধানে
সন্ধানীর বুকে জ্বালা।
======<>======