দীঘল রজনী জাগিয়া থাকি
নিঁদ নাহি আসে আঁখিতে,
হৃদয় গভীরে কষ্টের ক্রন্দন
নাহি পারি ধরে রাখিতে।
বাতায়নে চাহি প্রিয়াকে ডাকি
দক্ষিণা সমীরণ আসিছে,
দূর গগনে অবাক চেয়ে থাকি
প্রিয়া দেখি সেথা হাসিছে।
ছোট্ট নীড়ে মোর নিভু নিভু লন্ঠন
মৃদু আলোটা আজ হাড়ালে,
পূর্ণিমা চাঁদও মুখটা লুকায়
ছুটে চলা মেঘেদের আড়ালে।
প্রিয়া আসিয়া বলে যায় কথা
নিঁদহীন মোর লগনে,
প্রতিটি রজনী এমনি করে
চেয়ে থাকি দূর গগনে।
অধীর হয়ে কাটায় রজনী
মোর বিষাদে পূর্ণ মনটা,
আচমকা ঝটিকা আসিয়া যখন
বাজে প্রিয়ার বিদায়ের ঘন্টা।
========