কোন অজানায় বাঁধলো আমার-
মনের পাখি বাসা ?
ও সে আপন ভিটে ছাড়িয়া গেলো
না ফুরিয়ে আশা।
সে হারিয়ে গেছে অচিনপুরে
আমারে একেলা করে,
ও সে ঘুমিয়ে গেছে চিরতরে
নিঃসঙ্গ মাটির ঘরে,
আমি বলিতে পারিনি তারে
এই মনেরই ভাষা,
কোন অজানায় বাঁধলো আমার-
মনের পাখি বাসা ?
ও সে আপন ভিটে ছাড়িয়া গেলো
না ফুরিয়ে আশা,
কোন অজানায় বাঁধলো আমার-
মনের পাখি বাসা ?
সে বলবে না আর আমায় এসে
থাকবো প্রিয় তোমার পাশে,
ও সে চলে গেছে আঁধার দেশে
নব সাঁজে সফেদ বেশে,
সে আসিবে আসিবে বলে
হলো না আর আসা,
কোন অজানায় বাঁধলো আমার-
মনের পাখি বাসা ?
ও সে আপন ভিটে ছাড়িয়া গেলো
না ফুরিয়ে আশা,
কোন অজানায় বাঁধলো আমার-
মনের পাখি বাসা ?
=====•====