আমি চাই ভাই যুদ্ধ
দেখে বিবেকের দুয়ার রুদ্ধ,
চাই না কোন যুদ্ধবিরতি
আমি মহা ক্রুদ্ধ!
আমার ভাইয়ের রক্ত দিয়ে-
ওরা করিয়াছে স্নান,
চাই রক্তের বদলে রক্ত
চাই প্রাণের বদলে প্রাণ।
আমার বোনের নগ্ন দেহটা-
নাফ নদীতে ভাসে,
রোহিঙ্গা জননী কুল খালি করে
বাংলার বুকে আসে।
ওরা ড্রিল মেশিনের কঠিন আঘাতে
করে শিশুদের বক্ষ ছিদ্র,
এই দেখিয়াও বিশ্ব বিবেক-
আছে কি বিনিদ্র?
তবু বিশ্বনেতা মায়াকান্নায়-
কেন যুদ্ধবিরতি দেয়?
তাতে কি মজলুম ধরণীতে আজ
বিচার পেয়েছে ন্যায়?
======<>======