জিহাদের ডাকে দ্বীন ইসলামকে বুলন্দ করিতে-
যার নয়নে নাইকো নিঁদ,
তাজা ঈমানে মরু ময়দানে, চলে দুর্বার গতিতে-
বীর বাহাদুর মুজাহিদ |
মজলুম তরে মরুদ্রথে চড়ে, যে বাহুতে নিয়াছে-
ঐ ঈমানদ্বীপ্ত তরবারি,
কাঁপে ময়দান নাসারার প্রাণ ! যখনই শুনেছে-
মহাতকবীর বারবারি |
যে ঈমানের বলে সম্মুখে চলে, হয়ে আল্লাহ প্রেমী-
প্রভাত, দিবস ও নিশীথে,
দূরীভু শোষণে, ইনসাফ শাসনে, যারা সংগ্রামী-
এক প্রতিপালকের পথে |
পরাশক্তির ভয় সে করেছে লয়, আল্লাহতে যার-
পূর্ণ ত্রসন আছে অন্তরে,
সেযে মুজাহিদ যার ঝান্ডাতে তৌহিদ, কালিমা তার-
মিশে গেছে ঈমানী মন্তরে |
======<>======