ক্ষণস্থায়ী কালো দুনিয়ার প্রতি বিব্রত হয়ে-
আমি উন্মাদ চলেছি ভ্রান্ত পথের রথে,
কত শয়তানি সুখের হর্ষ পেয়েছি মনে
চলি উদ্ভট নেশায় নরক পথের স্রোতে!
শত শত ভ্রান্ত সুখের পথ হেঁটে হেঁটে-
ক্ষুধার্ত অন্তরের তৃষ্ণা মিটাই কুপ্রবৃত্তি দিয়ে,
বিভৎস জীবনের আকাঙ্খায় মত্ত হয়ে উঠে
কালের গতিতে তাল ধরে চলি মিথ্যাকে নিয়ে!
না মেনে বিধাতার নীতি চলি মিথ্যার পিছু
উগ্রবাদী বিধ্বংসী চিন্তা মস্তিষ্কে দেই ঠাই,
চন্দ্র সূর্যের মত সত্য উন্মোচিত আছে
অধম তবুও আলোর সন্ধানে না যাই।
দেখেছি বিধাতার নীতি কুরআন খুলিয়া
জেনেছি আলোকিত পথে সত্যের আহ্বান,
মিথ্যার আশ্রয়ে তবু আছি পড়ে
এ'তো বিবেকহীন মানবের বড় অপমান।
=======¤=======