বিষাদ বেদনার নয়নের জল
হয়েছে অসীম সিন্দু,
জীবন তরী ভাসিয়ে দিয়েছি
ভিজেনি'তো এক বিন্দু।
পৃথিবীর পথে ঘুরিতেছি আজ
ব্যাঘাত বিপত্তি ছাড়ি,
গিরি-পারাবার-মরুময় পথ
দিতে হবে বলে পারি।
রাতের আঁধারে মশাল জ্বালিয়ে
বিষাদ মর্সিয়া গাহি,
বিষাদ বেদনার তমিস্র বাটে
নূরানীর নূর চাহি।
কে দেখাবে নূর ধরণীর বুকে
ক্ষয় করে শেষ পুঁজি ,
বেদনায় ঘেরা কালোমেঘ দেখে
অই চন্দ্রটাকে খুঁজি।
এমন জগতে চলিতে চলিতে
যদি মৃত্যু পথে যাই,
মরণাবিলাষী মহারথী বেশে
মরণেই জয় চাই।
=====<>=====