এখানে মাতৃ মমতা ছড়িয়ে আছে
প্রতিটি স্বচ্ছ প্রাণে,
কভু ঘুমপাড়ানি ভালবাসা আছে
মমতাময়ীর গানে।
এখানে পিতৃ অসীম সাহস আছে
আছে ভ্রাতৃত্বের বন্ধন,
আছে প্রেম প্রীতি স্নেহ ভালবাসা
আছে দুঃখীনির দুঃখে ক্রন্দন।
এখানে মসজিদ, মন্দির, গির্জা
আছে ধর্মের প্রতি অনুরাগ,
এখানে মিলে মিশে সবাই একাকার
নেই বিভেদ বিচ্ছেদ বিরাগ।
এখানে দোয়েল শালিক বাবুই চড়ুই
আছে মধুরিমা বিহঙ্গের কিচিমিচি কলরব,
আছে ঘুম ভাঙা কাক ডাকা প্রভাত
আছে কত পুষ্পের সৌরভ।
এখানে তটিনীর বুকে ছুটে চলে তরণী
মধুসুরে মাঝি গায় গান,
কাশবনে লাগে শরতের হাওয়া
কৃষাণ কাঁধে নিয়ে যায় কেটে ধান।
এখানে মেঘলা আকাশে উড়ে বলাকা
রাখাল বাজায় মাঠে মধুর বাঁশি,
আছে বৃষ্টিতে ঘরের চালের রিমঝিম ধ্বনি
বর্ষায় খালবিলে থৈ থৈ হাসি।
এখানে সুজলা-সুফলা, শস্য-শ্যামলা
আছে ছায়াঘেরা কত প্রান্তর,
অপরূপা এই বাংলার রূপে
কত জুড়িয়ে গেছে অন্তর।
..................................................