কুসুম-কুন্তলে গেঁথে রাখে প্রিয়া,
কুহকী-কুরঙ্গী চোখ দুটি সিয়া!
চন্দ্রিকা-চন্দ্রের আলো হয় বাজে,
চপলা-চঞ্চলা প্রিয়া যদি সাজে!
সুরম্য-সুরত শুধু চোখে ভাসে,
সুরেলা-সুকন্ঠে প্রিয়া মোর হাসে!
.
জবর-জল্পনা হতো তার সাথে,
জগতে-জড়ানো হাত রেখে হাতে!
অক্ষয়-অনন্ত প্রেম ছিলো মনে!
অপূর্ব-অনন্যা নেই আজ সনে।
নিরালা-নিভৃতে কাঁদে এই মন,
নিঝুম-নিদ্রায় প্রিয় সেই জন।
=======¤=======