আমি অবাক থেকেছি আজও ।
ভেবেছি বহুবার !
মেলাতে পারি নি উত্তর
তোমরা আসলে কতটা..!?
প্রচন্ড ঝড়ে বুক আগলিয়ে
রক্ষা করেছো আজীবন !
আদর মাখা শাসন করেছো
বুঝিয়েছো মিষ্টি করে !
আমার মনের চাওয়াকে কিভাবে
পাওয়ায় রূপান্তর করেছো-
টের পাই নি একটিবারও !
আমার অস্থিরতা তোমাদের
স্থির রাখে নি কখনও।
আমার সুখ আর স্বস্তিতে
নিরাপদ বোধ করতে নিজেরা।
ভাল আর মন্দ একাকার
করে ফেলেছি বারবার।
তোমরা পার্থ্ক্যটা চিনিয়েছো,
হাতে-কলমে শিখিয়েছো বহুদিন ।
আমার যন্ত্রণা আর কষ্ট
তোমাদের অশ্রু ঝরিয়েছে বারংবার!
আমার সুখ আর শান্তি তোমাদের
পরিতৃপ্তির হাসি ছড়িয়েছে ঠোটে
আমি বুঝি নি তখন- হয়তো বা
বুঝার বয়স হয়ে উঠে নি তখনও।
এ পাওয়ার বিনিময় ব্যর্থতায়
নীরবে কাঁদি আর স্রষ্টার করুনা
ভিক্ষায় প্রহর কাটে দিনমান!
আমি আর একটিবার আমার
শৈশবে ফিরে যেতে চাই
ঘুম পাড়ানী গানে ঘুমুতে চাই
তোমাদের কোলে......