নিত্য দিন সুখ-সাঁতারে হা-পিত্যেস
আর প্রতিযোগিতার বেলা শেষে
অন্ধকার ঘিরে ধরে আমায় ।
আমার দু’চোখ ক্রমশ: অন্ধ হতে থাকে ।
অন্ধকার রাতগুলি দীর্ঘ থেকে দীর্ঘতর হয় ।
নি:শব্দতার গহীন অরণ্যে বিচরণ করি ।
অন্ধকারের ঘ্রাণ শুঁকি, শব্দ গুনি, সময় দেখি ।
নিজেকে নগ্ন করি, দেহের আনাচে কানাচে
গ্রহ উপগ্রহ খুঁজি, গ্রহে অবতরণ করি।
ঝর্ণাধারা, বরফ নদী আর আগ্নেয়গিরির উদগীরন
আবিষ্কার করতে থাকি এক এক করে ।
এক সময় আমি সমষ্টি হয়ে যাই ।
স্বপ্ন দেখি, আলো দেখি, মানুষ দেখি,
সুখ দেখি এবং তারপর ঘুমিয়ে পড়ি-
কুয়াশা ভেজা সোনালী সূর্যের প্রত্যাশায়....