ছোঁয়ে দাও নয়তো থেমে যাও..
ফুল বারান্দার অবুজ স্বপ্নের মত
বাসন্তী সাঁজ দাও নিজেকে,
সুগন্ধী  ছড়িয়ে দু’ঠোটের
হাসিকে দলছুট করে
রাঙিয়ে দাও চারিধার..

ছোঁয়ে দাও নয়তো থেমে যাও-
কালিমায় ঢেকে দাও বসন্ত বিলাস!
রক্তাক্ত দুর্গন্ধময়  সময়টাকে
অশ্রুজলে পরিশুদ্ধ করো।
খুশিতে রাঙিয়ে নাও ইচ্ছেগুলো।
ভালবাসো জীবনটাকে।

এগিয়ে যাও নয়তো থেমে যাও..
উপভোগ্য অবৈধতার সংস্কার কর
ঈগলের সাহসে আগ্রাসী হও।
ছিনিয়ে নাও সকল ইচ্ছে সুধা
বেঁচে থাকো এবং বাঁচিয়ে রাখো
বাকরূদ্ধ সময়টাকে..