আমরা জানি এ দেশে যত্র তত্র কবি বানানো পাঠশালা নেই, আমরা চর্চা করতে করতেই কবি হতে পারছি কিংবা নিজেকে কবি কবি ভাবছি। আজ আমাদের লেখা মানসম্পন্ন করতে কিছু করণীয় বিষয়ে বলবো ।
আপনার লেখাটির মান ভাল করতে হলে খ্যাতিমান লেখকের লেখা কিংবা ভালো মানের লেখাগুলো বেশী বেশী পড়া উচিত এবং সেগুলোর সঙ্গে নিজের লেখা গুলোর ভাল মন্দ দিক নিয়ে ভাবা উচিত । যে কোন বিষয়ক নিজের লেখাকে প্রথম ধাপেই সঠিক ভেবে বসবেন না। ২/৪ বার একটু বেশী সময়ের গ্যাপ নিয়ে নিজেই নিজের পাঠক বনে যান এবং তখন্
ঐ লেখাটিকেই আরও আকর্ষনীয় করতে প্রয়োজনে বানান, শব্দ কিংবা বাক্যে পরিবর্তন এনে আরো সুন্দর করে উপস্থাপন করুন।
কোন নির্দিষ্ট লেখককেই পুরোপুরি অনুসরন করবেন না, লেখায় স্বকীয়তা থাকতে হবে। আপনার লেখায় প্রশংসা না পেলেই মুখ গোমরা করে থাকবেন না। বিজ্ঞজনের মুল্যবান সমালোচনায় আপনার সাহিত্য মেধার যথেষ্ট উন্নতি হবার সুয়োগ কাজে লাগাতে পারেন। শিখতে, জানতে, বুঝতে বিভিন্ন সাহিত্য সংঘটনে যাবেন , বেশী বেশী সাহিত্য বিষয়ক। লেখা
পড়বেন আর আপনার লেখা বিষয়ক সমালোচনা সানন্দে গ্রহন করার ধৈর্য রাখবেন। তবেই আপনি ভাল লিখতে পারবেন, নিজের লেখাটি নিজেই ভালবেসে ফেলবেন।
সবটাই আমার একান্ত অভিমত.....ভালো থাকুন সবাই আর ভালো লিখুন সবাই...