কর্মমুখর আলো ক্রমশ: নিষ্প্রভ হয,
আলো-আঁধারী লুকোচুরি চলে নির্ভয়ে
অতি চেনা সজীবতায় নিষ্প্রভ ঢল নামে
সবটাই ভেসে চলে আকস্মিক বণ্যায়!
জমিয়ে রাখা অনেক কিছুই
দৃশ্যমান হতে হতে ক্রমশ:
অদৃশ্য হয়ে যায়……..
আকাঙ্খার পূর্ণতা প্রাপ্তি না হতেই-
সহসা সুখস্বপ্নের ছন্দ পতন ঘটে
অনাকাঙ্খিত ভাবেই।
সব নিষ্প্রভ হয়ে যায়-
একাকীত্বের অমোঘ বিধানে।
রেখে যায় অনেকগুলো র্দীর্ঘশ্বাস
আর একরাশ অশ্রুজল।
থেকে যায় ক’দিনের রেশ..........