গোলক ধাঁধায় পাঠককে
ফেলতে পারি যদি,
তবেই না কবি হয়ে
থাকবো নিরবধি।
রূপক আর উপমা দিয়ে
আঁকবো এমন ছবি,
আসল ছুরত থাকবে না তায়
নয়তো কিসের কবি !?
আমার লেখা পড়ে যদি
বুঝতে পারে সবে,
এতে কি আর কবি হওয়ার
পান্ডিত্য জাহির হবে?!
এমন করে লিখবো আমি
মগজে দেবে নাড়া,
আমার মতো কবি যারা
বুঝবে শূধুই তারা।
আমার লেখা পড়ে যখন
সব পাঠকে ভাববে,
তাই না দেখে মনে আমার
খুশীর নহর জাগবে।
মাঝে মাঝে হিমসিম খেয়ে
ভাবেন অনেক কবি,
ভিন্নরুপে প্রকাশ করেন
আমার লেখার ছবি।
ভাবি তখন-ওরাও বুঝি
গেছে সাধারণে মিশে,
আমার কদর যাবে কি তবে
পথের ধুলোয় মিশে!!!?