ঘুম ঘুম ভাব থেকে জেগে উঠি
বিছানা ছেড়ে উঠে খাড়াই,
হাঁটাহাঁটি করি, দৌড়াই.
নিজেকে যুতসই করে নিই…

একটু একটু করে এগুতে থাকি।
সমঝে চলি, র্স্বাথ খুজি
শির দাড়া সোজা রাখি
এবং নিজেকে ব্যস্ত করে তুলি ।

প্রাণবন্ত হয়ে উঠে সময়।
অশান্ত আনন্দ উচ্ছ্বাস আর
হরেক রকম সিলেবাসে
কর্মমুখী হয়ে উঠে জীবন।

রং বেরংয়ের ভবিষ্যত সাজাতে
নানা রকম নতুনত্বের অপ তৎপরতায়
উচ্ছ্বলতায় উজ্জ্বলতা বাড়িয়েই চলি….

বন্ধনমুক্ত পাখনা মেলি
যত্রতত্র উড়ে চলি...
আকস্মিক ঝড়ো ঝাপটায়
ডানা উপড়ে যায়
অত পর নিয়তির শ্রাদ্ধ করি...