উম্মাদনা উৎসবের মহোৎসব
সহজ প্রাপ্তির বেলেল্লাপনায়
পৃথিবী মাইগ্রেনে ভুগছে নিয়মিত।
চোরাবালিতে আটকে পড়া বিবেক।
মহাগুরুর নির্দেশনায় প্রতিদিন
মন্চস্থ হচ্ছে একই ধারাব ভিন্ন ভিন্ন নাটক।
আমরা দর্শক সারিতে বসে একাত্ম হই,
নায়ক কিংবা নায়িকা হয়ে সুখ দুখ খেলায়
শিহরিত হই খানিকটা সময়।
সহসা দৃশ্যপট পাল্টে যায়।
রক্তহোলি দৃশ্যায়ন শুরু হয়।
রক্তরাঙা অশরিরী আত্মাদের
যেমন খুশি সাজো
প্রতিযোগিতা শুরু হয়ে যায়।
পদলেহনে অভিজ্ঞ অভিনেতাগুলি
দ্রুত ছুটে আসে রক্তের গন্ধে গন্ধে,
চেটেপুটে উদর পুর্তি করে তৃপ্ত হয়।
বিষলালায় আবার নতুন ষ্টেজ তৈরী হয়।
নাটক চলতে থাকে হরদম...