বহমান নদী একটি দু’টি করে
ইদানীং থেমে যায়।
একটি গাছ অনেক ক’টি পাতা
একটি দু’টি করে ঝরে যায়।
একটি দু’টি মানুষ
দু’টি একটি করে
অসংখ্য হয়ে যায়।
একটি দু’টি সুখ
অন্ধ কষ্টে
অকালেই মরে যায়।
একটি দু’টি ক্ষণ
অসংখ্য সময়ের ফাকেও
অম্লান থেকে যায়।
একটি দুটি জীবন
নিশ্চিৎ মৃত্যূতেও
ঠিকই বেঁচে যায়....