বোশেখ আমার আম-কাঠালের
মন মাতানো ঘ্রাণ,
বোশেখ আমার ভর দুপুরে
চাষী ভাইয়ের প্রাণ।
বোশেখ আমার হঠাৎ হঠাৎ
কাল বোশেখী হাওয়া।
বোশেখ আমার ঝড়ের মাঝেই
আম কুড়িয়ে খাওয়া।
বোশেখ আমার দুপুর বেলা
ঘামে ভেজা ঘুম,
বোশেখ আমার খুকুর গালে
স্নেহের দেয়া চুম।
বোশেখ আমার বাংলা মায়ের
এলো কালো কেশ,
বোশেখে আমার মামাবাড়ি
ভালো লাগে বেশ ।