ইদানীং রাতের বয়স বাড়তেই
ঘুমটা চুরি হয়ে যায়।
চোরটা জোসনা মেখে উঁকি দেয়
মেঘের ফাঁকে,
লুকোচুরি খেলে আমার সাথে।
চোখে চোখ ছুঁতেই লজ্জাবতী
লতা হয়ে গুটিয়ে পড়ে নিজস্ব স্বত্তায়।
আমি রাত ভর চোর-পুলিশ
খেলতে খেলতে হাফিয়ে উঠি
আর লবন জলে স্নান করে
সতেজ হই-
আগামীর অনিশ্চয়তায়...