মনুষ্যবোধে আমিত্ব নেই এখন !
প্রতিবাদে মাথা নুইয়ে থাকা ,
সত্যকে লুকিয়ে রাখা একান্তে ,
বিচারের দাবীতে কান্না নিভৃতে !?
আমার আমিকে খুব ঘেন্না করি ।
নিজেকে চতুষ্পদ বানিয়ে গর্ব করি !
কৌশলে পর সম্পদ ভক্ষন করি
অবৈধ ফলনে চাষী হই নির্দ্বিধায়।
স্বীকৃতির সাহসে পচন ধরে আমার!
নিজের শ্রেষ্ঠত্ব জাহির করি,
সততা বিক্রি করি নিশ্চিন্তে।
জোর দখলে দিতে পারি বাহুবল।
ইজ্জত খামচে ধরি দু:সাহসে
আমি মানুষ রুপে অমানুষ এখন !
আর অমানুষ হয়েই বেঁচে থাকি...