প্রতিনিয়ত অঘটনই ঘটনার উৎস!
জোছনা বিধৌত আকাশ নিলীমা
প্রায়শ: আবৃত হয় কালো আঁধারে,
অঘটন শুরু হয় নির্দ্বিধায় ।

শাণিত শক্তির কাছে মনুষ্যত্ব আর বিবেক
মাথা নত করে অবিশ্বাস্য লজ্জায় !
মৃত্যুর আগেই বেঁচে থাকার স্বাদ বিস্মৃত হয়।
সদা সতর্ক প্রাণ টিকে থাকে নিষ্প্রাণ প্রায় !

একাকীত্বের নির্লিপ্ততা ভেঙ্গে-
একীভূত প্রতিবাদ আর সাহস নিয়ে
পাঞ্জা লড়তে ইচ্ছে হয়
সকল অঘটনের সঙ্গে
প্রহর কাটে নেতৃত্বের বাসনায়...।