একান্ত আপন বলে যদি কারো কিছু থাকে
তবে 'দুঃখের মতো আপন কেউ নেই'— কথাটিই সত্য

মানুষের জীবনে ঘটে যাওয়া দুঃখগুলো
জীবন-জমিতে মই দেয়া ক্ষতের মতো সোনার ফসল ফলায়
উর্বর হয়ে ওঠে প্রাণ, লাঙল আর কোঁদালের ধারে
ক্ষত হয়, কষ্ট হয়
পোকামাকড় বেরিয়ে আসে দেহ হতে
বিশুদ্ধ হয় 'নিজ'
নিজের কাছে নিজে হয়ে উঠি ফসলি জমি।

অতিযত্নে রাখা কষ্টের কষ্ঠিপাথরে নিজেকে
পরীক্ষিত ও প্রমাণিত করি নিজেই ...
শত জনমের দুঃখগুলো আপন হয়ে বাঁচে এক জনমে
'একজনম' হয়ে ওঠে সার্থক শত জনমের দুঃখের পরশে

যার যতো বেশি দুঃখ, সে ততোটা নিজের
কারণ দুঃখগুলোই একান্ত আপন
প্রিয়তম মানুষের চেয়েও ঢের ...