পথ হারিয়ে ফেলেছে পথিক
ক্ষণেই ফিরে পেয়েছে পুরোনো সে পথ
যে পথে ছোটাছুটি হতো রোজ
যে পথে মিশে যেতো দুজনে
যেখানে ছড়িয়ে আছে কতো স্মৃতি, কতো বিস্মৃতি!
এই সব গল্প থেকে গেলো ক্ষেতের সবচেয়ে সরু আইলের মাঝে...
সেখানে দেখা মেলে দুজোড়া পায়ের ছাপ—
যেনো ভালোবাসি বলে জড়িয়ে নিয়েছিলো একে অপরকে।
সে পদচিহ্নে এখনো ভেসে ওঠে পৃথিবীর সকল প্রেমিক-প্রেমিকার গল্প
যে গল্পের নেই শেষ
কিংবা শেষ হয়েছিলো খানিকটা অবশেষ দেখার আগেই।
[২৭ অক্টোবর, ২০২৪]