পাতাঝরা বৃক্ষের মতো সবচেয়ে পুরোনো প্রেমিকার প্রেমও ঝরে যায় এ শরীর ও মন থেকে
ভোরের বাতাসের মতো ঝরিয়ে দেয় সারারাতের জমে থাকা শিশির— সূর্য ওঠার আগেই

হয়তো চিরন্তন হতে পারতো এই সব সূক্ষ্ম অনুভূতি
নয়তো নতুন ইতিহাসের লোভে কলঙ্কিত হতো পৃথিবী

পৃথিবীর কলঙ্ক মুছে দিতে আবার সৃষ্টি হতো বিশুদ্ধ প্রেমের...
দেখা হতো দুজনের
যারা ছেড়ে গিয়েছিলো নিজেদের দুঃসময়ে
কিংবা ফিরে এসেছিলো নিজেদের ভুল সময়ে

কল্পনার ঘরে তীব্র বিষাদের মতো
দ্বিধা থাকুক তবু— এমন যদি হতো
ফেরা আর না-ফেরার মাঝের সকল দূরত্ব চুকে গিয়ে
একজন মিশে যেতো অন্য আরেক জনে...

শত ভুল ফুলের ফোঁটা হতো আবারো
আবার কাঁপিতো বুক— প্রথম আবেগের মতো থরথর

অথচ মুহূর্তেই—
এই সব ভুল ফুলের ফোঁটার সম্ভাবনারা হয়ে যায় নিঃশেষ
সেই না-ভোলা ভুলের মাঝেই দেখা মেলে প্রকৃত প্রেমের রেশ