জীবন-নদীর ওপারে একটা ময়না-দ্বীপ আছে।
জীবনের ঝুট-ঝামেলার অবসান মিলবে যেখানে...
যেখানে এতো এতো ডিগ্রি অর্জন করা, চাকরি করা, বিয়ে করার কোনো টেনশন নেই।
শত সহস্র বছর কেটে যাবে পলকেই
সূর্যাস্তের দৃশ্য দেখতে দেখতে শেষ হবে কয়েকটা যুগ।
ওখানে খাওনের চিন্তা নেই... থাকোন-পরোনেরও বালাই নেই...
চাইলেই সাথী হবে কপিলা
কিংবা নির্জন-পরিজনহীন কাটিয়ে দেয়া যাবে বিন্দাস জীবন।

জীবন-নদীর এপারে বসে ভাবছি,
যে নোঙর বাঁধা আছে এখানে
আদৌ কি ছেঁড়া যাবে শক্ত সে বাঁধন?
ছেড়ে গিয়ে সমস্ত জীবনের হাল-চাল— পারবো কি পাড়ি জমাতে ঐ অদূরে?
তবু মন ডাকে...
হাতছানি দেয় অসীমের কিনার হতে
যেনো সবকিছুর অমোঘ ঔষধ ওখানে...
এক অজানায়— না-জানা কোনো স্বর্গ-দ্বীপে।



[৭ই নভেম্বর, ২০২৩]