মানুষ পৌষের শীত ভুলে যায়
মানুষকে ভুলতে পারে না বলে,

জীবন দুঃখকে ভুলতে চায়
দুঃখ জমে জীবনের কোলাহলে।