হাঁটতে হাঁটতে আমি
পেয়েছি যাতনা
শতো রূপে পেয়েছি
কতো যে প্রেরণা।

ফুল তুলতে চেয়ে
ভুল করে বসি
কাঁটা লাগে হাতে
রক্ত পড়ে খসি।

জীবন চায় শিক্ষা
পেয়েছি তাই
পা বাড়ানোর গতিতে
আমার পা বাড়াই।

ছাড়ি জীবনের ত্রুটি
শপথ বাক্যের গুণে
করবো না মিথ্যাচার
আসবে না আর মনে।

থাকো 'এক' আজীবন
শিখেছি কতো-শতো
কেন আসি দূর্বিপাকে?
প্রলয় হাওয়ার মতো।

শক্তি চাই, প্রেরণা চাই
চিরদিন চিরকাল
বাঁচতে চাই সত্য নিয়ে
গুণতে চাই জীবনের হাল।

মেঘ জমে, বৃষ্টি হয়
দুঃখ জমে কতক্ষণ?
আপন সুখকে খোঁজো
চোখ খুলে সারাক্ষণ।

গাইতে পারি না গান
বল কেন বার বার?
তোমার কন্ঠ আছে
আছে বজ্রশক্তি পথচলার।

পারবে তুমি
করো না ভয়
সাধনা করো অনড়
ব্যর্থতাকে করবে জয়।

আজি ছাড়ো বৃথা-ভাবনা
ভালোবেসে আত্মশক্তিকে
জীবনকে গড়ো নিজে
আলোক দাও পৃথিবীকে।

হাঁটতে পারো না কেন?
পিছলিয়ে যাও?
যেতেই থাকো— হবে জয়
অভিজ্ঞতার চাবি নাও।

এ যাতনা কিছু না
শাণিত করাই নিজেকে
পারবে চলতে জীবনভর
নিজের শক্তি রেখে।

শ্রম দাও নিষ্ঠার গুণে
কষ্ট কীসের আর!
সময় তোমায় হাসাবে
হাসবে তুমি শতো বার।

মরে পচে যায়
মস্তিষ্ক অনেক
তুমি পচে যাও নি
জাগিয়ে তোলো আত্মবিবেক।

একটু সাধনা চাই
হ্যাঁ! খুবই সামান্য
করতে থাকো— থেমো না
সফলতার জন্য।

হিমালয় তুমি
সূর্যের মতো অগ্নি তুমি
শক্তি তোমার দুর্নিবার
সাহস তোমার আকাশচুমি।

দেখো মানুষকে
দেখো নিজের 'আমি'কে
চিনে ফেলো পরক্ষণে
কাজে লাগাও শক্তিকে।

চলে অন্ধ পথ ধরি
হস্ত-পদহীন কতো!
জীবন তাদের বিচিত্র
তোমারই মতো।

বাঁচার নেশায় যুদ্ধ চাই।
যুদ্ধের মতো যুদ্ধ
হারলে চলবে না
হারাহারি আজই বদ্ধ।

মানুষ পারে— বিশ্বাস রাখো
মানুষ হও এবার
পারবে নিশ্চিত
তুমিই হবে দুর্নিবার।

ধরো নিজেকে দুহাতে
ছুটে যেতে দিয়ো না
ছুট দিলেই হবে ছুট
শঙ্কা কেন রাখো না?

সূত্র মেনে পথ চলো
ভেঙে পড়া দূরে থাক্
সফল তুমি হবে দেখো
রবে না আর ব্যর্থ-বাঁক।

সাধনায় সাধ্য হবে
কষ্ট করো আগে
ত্যাগের মহিমায় জয়ী হও
সাফল্যের অনুরাগে।