অসুস্থ বৃদ্ধা মা,
ভয়াবহ অসুখ বাসা বেঁধেছে সারা দেহে।
অর্থের কমতি নেই সন্তানদের,
চিকিৎসা চলছে যথারীতি!
শধুমাত্র একটা জিনিষের অভাব;
আর তা হচ্ছে যথার্থ পরিচর্যা।
কিন্তু কেন?
মা একদিন চলে যাবেন।
সন্তানরাও একদিন বৃদ্ধ হবে,
তাদেরও মায়ের মত অবস্থায়
পতিত হতে হবে একদিন!
এবং  সময় এভাবেই এগিয়ে যাবে।
ঘটবে কি আদৌ এ প্রথার উত্তরণ?

ঢাকা
১১-২-১৮