বড় বোনকে অনেকেই বড় দিদি কয়,
ইদানিং শুনছি; বড়দিদি ‘বড়দিমা’ও হয়।
ছোট ভাইবউকে অনেকেই বউমা ডাকে,
দিদিকে দিদিমা বলে ডেকে থাকে।
দাদা এবং ভাই আলাদা শব্দ; তাই
একজনই কি করে হয় দাদাভাই?
বাংলা ভাষা’র এ দশা কেন হলো হায়!
স্বকীয়তা হারাবে ভাষা তা কি ভাবা যায়?
সত্বর গুরুত্ব দিয়ে আসুন সবাই,
যথাযথ ব্যবস্থা নিয়ে ভাষাকে বাঁচাই।
রচনাকাল : ১৭-১২-২০১৪