মরণ সেতো চরম বাস্তব
জন্ম নিলে সে আসবেই,
মায়া মমতার ধারেনাকো ধার
সময়ে আঘাত হানবেই।
তবু কেন এত দ্বিধা সংশয়,
কেন পারিনাকো হতে নির্ভয়।
স্বাগতম কেন পারিনা বলতে,
নির্ভয়ে কেন পারিনা চলতে।
ভয় এসে কেন চেপে ধরে টুঁটি,
কেন পারিনা দিতে জীবনকে ছুটি?
শিয়রে সে-যে আসবেই অবশেষে;
বীরের মত তাই ভালবেসে,
পান করতেই মৃত্যুসুধা;
মিটবে ধরার সকল ক্ষুধা।
রচনা কালঃ ২১-১০-২০১৪